আলিঙ্গন করো আমায় পৃথিবী সৃষ্টির মহাকম্পনের মতো ,

৩৭ ট্রিলিয়ন কোষ ছড়িয়ে দাও অরণ্য থেকে শূন্যে।

প্রিয়তমা, একটিবার প্রকৃতিকে জড়িয়ে ধরতে দাও,

আমি তুমায় একটি রহস্যময় প্রাণ উপহার দিবো।

তারপর আমি বৃষ্টি হবো ; টিনের চালে নতুন সুর তুলবো,

কিংবা মৃদু হাওয়া হয়ে কোন রমনীর কপালের চুল সরাবো,

কখনোবা খুব উত্তাপ দুপুরে মেঘ হয়ে মজুরের মাথার উপর ঘুরে বেড়াবো,

কিংবা বজ্রপাত হয়ে অশুভ শক্তির সাথে যুদ্ধে জড়াবো ৷

ভোরের সূর্য হয়ে ফিরে আসবো এই বাংলায়
ভেজা ঘাসের শিশির হয়ে আবার হারিয়ে যাবো ।